শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগ মুক্তিযোদ্ধা সংসদ এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের করে।
“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”-শীর্ষক স্লোগানে শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগর বাজার জি কে প্লাজার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাবীর ইসলাম দোলন, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন রাঙা, হাবিবুর রহমান মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি।
এসময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
একইসাথে আওয়ামী লীগ থেকে যাকেই নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করা হোক তাকেই বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।