শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে হরতালে মাঠে নামতে পারেনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। দিনব্যাপী মাঠ দখলে ছিল সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির কর্মী-সমর্থকদের।
এদিকে বিভিন্নস্থান থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পূর্বের দায়েরকৃত নাশকতা মামলার আসামী।
বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও হরতাল সমর্থনে কর্মসূচি বা পিকেটিংয়ে নামতে পারেনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের কর্মী-সমর্থকরা পৌর এলাকায় দফায় দফায় মোটরসাইকেলে মহড়া দেয়। কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের নেতৃত্বে হরতালবিরোধী শান্তি মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ সকাল থেকেই মাঠে তৎপর ছিল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্নস্থান থেকে পূর্বের নাশকতার মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।