স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা গড়তে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী রেল ষ্টেশন প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী পরিবার।
এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মুহুর্তেই সমাবেশস্থল জনতার মহা সমুদ্রে পরিনত হয়। এতে মুক্তিযোদ্ধা, নানা পেশাজীবি মানুষসহ নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান সভাপতিত্ব করেন। সাবেক পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামীলীগের সদস্য কালাচান পাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প কোন কিছুই মেনে নেওয়া হবে না।
এতে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মো. মোফাজ্জল হোসেন, মো. লুৎফর রহমান লুলু, মো. তাইফুল ইসলাম বাবুল, মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ উপজেলাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা হিসেবে গড়তে মুরাদ হাসানের মতো বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। এ কারনে বর্তমান সাংসদ মুরাদ হাসানের জন্য নৌকা প্রতিকের মনোনয়নের জোর দাবি জানান তারা।