স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ৮টি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৬২০মিটার কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পৌর সভার অন্তর্গত ২নং ওয়ার্ডের সামর্থবাড়ী মোড় থেকে হেলিপ্যাড পর্যন্ত রাস্তার এই উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও থানা আ.লীগের সভাপতি এবং জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ। প্রধান অতিথি উপস্থিতিতে রাস্তার উদ্বোধক হিসেবে ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন।
এ-সময় অন্যানদের মধ্যে এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য বাশিরুল ইসলাম সেলিম, সাতপোয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পল্লব সরকার, পৌর কাউন্সিলর উজ্জল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু সহ আ.লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।