স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল আব্দুল রশিদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্মৃতি হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া স-মিল মোড় সংলগ্ন সাত গম্বুজ জামে মসজিদের সামনে খোলা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সদস্য বাশিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির।
এ-সময় খেলা উদ্বোধন করে মহাদান ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মহন মিয়া, বাউসী কৃষি ব্যাংক কর্মকর্তা দেলোযার হোসেন, অবঃ সঃ চাকরির জীবি মন্জুরুল ইসলাম সরকার, বেলা ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্ট হাসানুল রহমান পিন্টু, যুবলীগ নেতা আলামিন প্রমুখ।
পরে খেলে শেষে দুই দলের সকল খেলোয়ারদের উপহার ও বিজয়ীদের পুরস্কার তুলে দেন পিন্সিপাল সমর্থক গোষ্ঠীর আয়োজক কমিটির অতিথিবৃন্দরা। এসময় মাঠের চতুরপাশে শত শত নারী-পুরুষ উপস্থিত থেকে এই হা ডু-ডু খেলার আনন্দ উপভোগ করে।