স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের উপর অভিমান করে সেলিম মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কুরানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৩বছর পূর্বে পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় এলাকায় বিয়ে করেন। আয় উপার্জন না করায় বিবাহের পর থেকেই সংসারে অশান্তি বিরাজ করতেন। এই সব জেরে সেলিম মিয়ার মানসিক ভারসাম্যহীনতা আরো বৃদ্ধি পায়। ইতিপূর্বে সে ২/৩ বার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। গত দের মাস পূর্বে সেলিম মিয়ার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। এই নিয়ে সংসারে আরো অশান্তি বিরাজ করলে সেলিম মিয়ার মানসিক ভারসাম্যহীনতা আরো বেড়ে যায়। পরে পরিবারের লোকজনের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেলিম মিয়া। সংবাদ পুলিশ তার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনর্চাজ সরোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।