স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শহীদ ক্যাডেট একাডেমী বয়ড়া বাজার শাখা স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই চারা গাছ বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমী বয়ড়া শাখার পরিচালক রুমানা সুলতানা, দোস্ত এইড সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েজ, এক্সিকিউটিভ এডুকেশন তাশরিক ইনতেহাব সৈকত, সহকারি শিক্ষক মেহেদী হাসান, বেলাল হোসেন, সীমা আক্তার, ফাহমিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশ রক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫-৩০জন শিক্ষার্থীদের মাঝে ফলজাত বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়া এই ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থাটি অসহায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল, ঘর, মসজিদ ও অযুখানা, শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন।