‘‘সমবায় শক্তি সমবায় মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিস হল রুমে বিআরডিবি (ইউসিসিএ লিঃ) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমলা গোপীনাথ সমবায় সমিতির সভাপতি গোলাম মোস্তাফা জিন্নাহ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সহ-সভাপতি উত্তম কুমার চৌধুরী। এসময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সর্বস্তরের সদস্যগণ উপস্তিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার সালাউদ্দিন সরকার।
উক্ত সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, আর্থ-সামাজিক ভাবে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই বিআরডিবি প্রতিষ্ঠা করা হয়। এই সমিতির মাধ্যমে মানুষের আমুল পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন তারা। এছাড়া সমিতির সকল বিষয়বস্তুু নিয়ে তারা আলোচনা করেন।