জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় হ্নদয় হাসান (৫) নামে এক শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার বলার দিয়ার চৌধুরীবাড়ী মোড় সংলগ্ন সরিষাবাড়ী -কেন্দুয়া-ধনবাড়ি আঞ্চলিক মহা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শিশু পৌরসভার বলার দিয়ার গ্রামে হোটেল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে হ্নদয় হাসান বড় বোন সুমি সঙ্গে বলার দিয়ার চৌধুরীবাড়ী মোড় ব্র্যাক স্কুলে ভর্তি হতে যায়। ভর্তির কাজ শেষ করে বাড়ী ফেরার পথে স্কুল সংলগ্ন কাশেম মিয়ার দোকানে পৌছে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক/অটো-রিক্সার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় হ্নদয় হাসান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এঘটনায় অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।