সারাদেশেই বেড়েছে শীতে তীব্রতা। একই আবহাওয়া প্রবাহিত হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে বেড়েছে শীতে তীব্রতা। শীতের তীব্রতা থেকে অসহায় ও দুঃস্থ মানুষকে আরামে রাত্রি যাপনের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের মাঠ প্রাঙ্গনে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান এমপি।
বক্তব্যে ডাক্তার মুরাদ হাসান বলেন, ‘এই তীব্র শীতে মানুষের পাশে দাড়ানোর মন মানসিকতা নিয়ে আমরা এসেছি। দেশের ১৮কোটি মানুষের পাশে বাংলাদেশ আ.লীগ ও দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রয়েছেন।
এসময় অন্যান্যদের মাঝে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ.লীগের সাবেক সদস্য অধ্যক্ষ শহিদুর রহমান, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা জিএস রাজন সহ স্থানীয় আ.লীগের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ-সময় পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় ৬শতাধিক দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।