সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২৩নং বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরণ করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সারাদেশে বিনামূল্যে বই বিতরণ করেছেন সরকার। তারই ধারাবাহিকতায় বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর পর্যন্ত ২৪৯জন শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়। একই সুত্রে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ২৪৪ জন শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বই বিতরন করা হয়।
বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে বই বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, জেলা আ’লীগের সাবেক উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, বগারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন প্রমুখ।
এ-ছাড়া অন্যান্যদের মধ্যে বগারপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আক্তার, সরকারি শিক্ষক হুমায়ুন কবীরসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীর সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন।