জীবিকার তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়। শত কষ্টেও মানুষ জীবন যুদ্ধে হার মানতে চায় না। নিজ কাঁধে ‘হাওয়াই মিঠাই’ দোকান নিয়ে ২৮বছর যাবত গ্রামগঞ্জের পথে ঘাটে ঘুরে বেড়ান তেমনি একজন মমিনুল ইসলাম (৪৫)।
তিনি মাদারগঞ্জ উপজেলার দিগলগান্তী গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে। পরিবারকে একটু সুখে রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রয় করেন।
বুধবার (২৮ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ বাংলাবাজার এলাকায় শিশু কিশোরদের কাছে হাওয়াই মিঠাই বিক্রয় করতে দেখা যায় মমিনুলকে। তখনই তার এই কর্মের বিষয়ে কথা সাংবাদিকদের সাথে।
জীবন যুদ্ধের এই সৈনিক মমিনুল ইসলাম জানান, পরিবার পরিজনকে সুখে রাখতে নিজ উপজেলা ছেড়ে অন্য উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করেন এই হাওয়াই মিঠাই। পরিবারে রযেছেন দুই মেয়ে এবং সহধর্মিণী। বর্তমান সময়ে অল্প আয়ে পরিবারের ভরণপোষণ করা খুবই কষ্টকর।
তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওয়াই মিঠাই বিক্রি করেন। তবে শুধু নগদ টাকা দিয়ে নয়, প্লাষ্টিক ভাঙ্গা, লোহা ভাঙ্গা, মাথার চুল ইত্যাদির বিনিময়ে এই হাওয়াই মিঠাই বিক্রয় করেন। ১কেজি চিনি আর হালকা রং মিশিয়ে তৈরি করা হয় এই হাওয়াই মিঠাই। সব মিলিয়ে ৫০০-৬০০টাকা প্রতিদিন বিক্রয় করা সম্ভব হয় তার। বিশাল সম্পত্তির মালিক না হলেও মনের ভিতরে থাকা প্রশান্তি নিয়ে এই কর্ম করে জীবিকা নির্বাহ করছেন বলেও তিনি জানান।