সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাক্তার মুরাদ হাসান এমপি বলেছেন- ‘মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার অবদান বাংলার মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। এই অবদান বাংলার মানুষের ভুলার নয়। এই দেশ বঙ্গবন্ধু আর্দশে মুক্তিযোদ্ধাদের চেতনায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গৌরব অহংকার।
সোমবার (১২ডিসেম্বর) সকালে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ‘পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এমপি মুরাদ হাসান আরো বলেন, ‘পাকিস্তানের দালাল জামাত-বিএনপি রাজাকারে’র সন্তানরা মুক্তিযোদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আর্শদকে কুলশিত করতে পারবে না। আপনাদের চেষ্টায় সরিষাবাড়ী থেকে আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিলো।
সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।
এ-সময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ দলীয় অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।