জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার পরিবারের পৈত্তিক সম্পত্তি উদ্ধার ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজার মোড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর পৈত্তিক সম্পত্তি উদ্ধার এবং তার পরিবারের উপড় হামলা করে স্থানীয় এক প্রভাবশালী মহল। সেই হামলার ঘটনায় মহাদান ইউপি চেয়ারম্যান সালিশ বৈঠক করে মীমাংসা চেষ্টা করে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়িয়ে শালিক করায় চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের বিরুদ্ধে এক দল কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রের সুত্রধরে ৭১টিভি ও বিজয় টিভিতে একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, শহীদ বীর মুক্তিযোদ্ধার ছেলে মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধার নাতি দেলোয়ার জাহান রানা, নিগার সুলতানা কার্নিজ, স্থানীয় আ.লীগ নেতা ইঞ্জিঃ মামুন প্রমুখ। এ-সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে এমন বানোয়াট ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি জানান।