জামালপুরের সরিষাবাড়ীতে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কান্দারপাড়া গ্রামের রাজু মিয়ার পিতা মুজিবুর রহমান (৬০) এবং তার শিশু সন্তান কাউসার হোসেন (৩)।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মুজিবুর রহমান তার নাতি কাউসারকে নিয়ে ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য সেচপাম্প মটর চালাতে যান। এসময় সেচপাম্পের লীকেজ তারের স্পর্শে জড়িয়ে পড়েন দাদা এবং নাতী কাউসার। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে কামরাবাদ ইউপি চেয়ারম্যান আ: সালাম (জিএস) বলেন, তারা আমার ইউনিয়নের লোক। ফসলি জমি সেচ দেওয়ার জন্য গেলে দাদা এবং নাতি সেচপাম্পের তারের সাথে জড়িয়ে মৃত্যুবরণ করেন।