জামালপুরের সরিষাবাড়ীর শুয়াকৈর ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজ ভেঙ্গে পড়ার ২বছরেও সংস্কার হয়নি। ব্রিজটি পুনঃনির্মাণ বা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৬নভেম্বর) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর হুদুর মোড় সংলগ্ন ভাঙ্গা ব্রীজপাড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকায় ঝিনাই নদীর ওপর ২০০৩-০৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়। ২০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ ২০০৬ সালে শেষ হয়। নির্মাণের প্রায় ১৪ বছর পর ২০২০ সালের ২২ জুলাই বন্যার পানির স্রোতে ব্রিজের মাঝখানের চারটি পিলার ও তিনটি স্প্যানসহ প্রায় ৬০ মিটার অংশ ভেঙে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পরে সরিষাবাড়ীর সঙ্গে মাদারগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। এতে গত ২বছর যাবত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ২৫ গ্রামের হাজার হাজার মানুষ।
বন্যায় ভেঙ্গে পড়া ব্রিজটি দ্রুত-সময়ের মধ্যে পুনঃনির্মান কিংবা সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
এ-সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সমাজসেবক তালেব উদ্দিন, আ.লীগ নেতা জালাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুটি বছর যাবত দুর্ভোগের যেন শেষ নেই। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকে জানানোর পরেও কোন লাভ হয়নি। দ্রুত এই ব্রিজ সংস্কার না হলে পরবর্তীতে মানববন্ধনের চেয়েও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে এমন হুশিয়াঁরী বক্তারা। এতে মানববন্ধনে কয়েক গ্রামের হাজার মানুষ অংশ নেয়।
এ-ব্যাপারে উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্রিজটি সংস্কারের জন্য ইতিমধ্যে উর্ধতন কতৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। খুব দ্রুতই ব্রিজটি সংস্কার হবে।