বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন যমুনা শাখা পেরোয়া নদীতে ডুবে এঘটনা ঘটে।তিনি ওই ইউনিয়নের পশ্চিম রুদ্র বয়ড়া গ্রামের মৃত ইয়ারু শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুদু মিয়া অসুস্থ ছিলেন। এর আগে তিনবার স্ট্রোক করে খুবই নাজুক অবস্থায় বসবাস করছিলেন। তারপরও লাঠি ভর দিয়ে আশেপাশে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরে যমুনার শাখা পেরোয়া নদীর পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, দুদু মিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনবার স্ট্রোকও করেছে। নদীর ধারে ঘুরতে গিয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, নদীর পানিতে ডুবে দুদু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।