জামালপুরের সরিষাবাড়ীতে অভিযানে চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (সরকার বাড়ী মোড় সংলগ্ন) এলাকার ফজল মিয়ার নির্জন বাড়িতে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলে আসছিলো। প্রতিদিনের মতই মঙ্গলবার সারাদিন সেখানে জুয়া আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালায় সরিষাবাড়ী থানা পুলিশ।
অভিযানে বগারপাড় গ্রামের মৃত মোজাম্মেল হক (মন্টু) শেখের ছোট ছেলে সজিব মিয়া (২৪) ও মৃত কালু শেখের ছেলে ফজলু মিয়া (৪৫), এবং একই এলাকার (পূর্বপাড়া) হাতেম আলীর ছেলে আলম মিয়া (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহব্বত কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বগারপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।