‘‘এসো করি সমবায়, দূর হবে সব অন্তরায় সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’’ দশে মিলে করি কাজ নাহি জিতি নাহি লাজ- এই প্রতিপাদ্য স্লোগানের আলোকে জামালপুরের সরিষাবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ
প্রাঙ্গণ থেকে র্যালি বের করে উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা একাডেমী সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী থানার (ওসি) মহব্বত কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়ই সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।