সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন- বীর মুক্তিযোদ্ধা’রা বাঙালি জাতির শ্রেষ্ঠ বীর সন্তান। তারা জাতির অহংকার এবং গর্ব। তাদের মধ্যদিয়েই আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই।
শনিবার ( ১৫ অক্টোবর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুরাদ হাসান এমপি আরো বলেন, ১৯৭১সালে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। তাদের অবদান অতুলনীয় পাহাড় সমান, সেটা কোন এই জাতি অস্বীকার করতে পারবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ এম এ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ৩৫৫ জন বীর মুক্তিযোদ্ধা ও ৩১৮ শহীদ পরিবার এবং ১৩৯ জন যুদ্ধা আহতসহ মোট ৮১২জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড দেওয়া হয়।