আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ও আ’লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী জামালপুর-৪ সরিষাবাড়ী ১৪১নং আসনের এমপি প্রার্থী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ আজাদ তারা মোটর সাইকেল শো-ডাউন, পথসভা, সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন।
গত সোমবার (১০ অক্টোবর) বিকালে এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলার দিগপাইত বাজার থেকে শুরু করে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পর্যন্ত আব্দুস সামাদ আজাদ তারা এই মোটরসাইকেল শো-ডাউন ও গণসংযোগ করেন।
এসময় প্রায় ৫শতাধিক মোটরসাইকেল স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দের নিয়ে দিগপাইত বাজার, সানাকৈর বাজার, ফয়েজের মোড়, বাউশি বাজার, পপুলার, শিমলা বাজার, সরিষাবাড়ী বাসষ্টেশন, আরামনগর বাজার, বগারপাড়, রুদ্রবয়ড়া মোড়, তারাকান্দি যমুনা সার কারখানা এলাকা, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, স্থল ও পিংনা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা গণসংযোগ কালে বলেন- শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আ’লীগকে শক্তিশালী করতে আমাদের এক জোটে কাজ করতে হবে। সরিষাবাড়ীর মানুষের জন্য আমি কাজ করতে চাই। আমি নিতে আসিনি, আপনাদের জন্য দিতে এসেছি। আপনাদের দোয়া এবং সহযোগীতায় ইনশাআল্লাহ আমি অবশ্যই মনোনয়ন পাবো।