জামালপুরের সরিষাবাড়ীতে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান উপলক্ষে অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রোমে এ সম্মেলন সভার আয়োজন করেন করোনা ভাইরাস ভ্যাকসিন সংক্রান্ত উপজেলা কমিটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এতে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বদরুল হাসান, সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, এইউএফপিও আজিজুল ইসলাম, সহকারি প্রোগ্রামার নাঈমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন, এনজিও ফোরামের সাধারন সম্পাদক বাদশা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি বিদ্যালয়ে টিম পাঠিয়ে এ ভ্যাকসিন দেওয়া হবে বলে করোনা ভাইরাস ভ্যাকসিন সংক্রান্ত উপজেলা কমিটির একটি সুত্র জানায়।