দীর্ঘ ৮ বছর পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫সেপ্টেম্বর) বিকালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আ.লীগের আয়োজন এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. বাকি বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. বাকি বিল্লাহ সভাপতি হিসেবে ছানোয়ার হোসেন বাদশা ও সাধারন সম্পাদক হিসেবে অধ্যক্ষ হারুন অর-রশিদের নাম ঘোষনা করেন।