জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২২সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন হল রুমে এ সভা আহবান করা হয়।
সভায় সোলায়মান হোসেন হরেক সভাপতিত্ব করেন। সভার প্রথম অধিবেশনে ক্লাবের সকল সদস্য কমিটি গঠন নিয়ে নানাদিক তুলে ধরে আলোচনা করেন। এ সময় চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহন করেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক এএসএম ইব্রাহীম হোসাইন লেবু। তিন সদস্যের আহবায়ক কমিটি দ্বিতীয় অধিবেশনে তাদের কার্যক্রম শুরু করেন। সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় সোলায়মান হোসেন হরেক বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয়বারে মত সভাপতি নির্বাচিত হন।
সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নেন। এ নিয়ে সকল সদস্যের সম্মতিতে ৩ সদস্যের একটি জুড়িবোর্ড গঠন করা হয়। জুড়িবোর্ডের সদস্যরা হলেন, সাংবাদিক এসএম জুলফিকুর রহমান, এমএ রউফ ও এএসএম ইব্রাহীম হোসেন লেবু। জুড়িবোর্ডের গ্রহন করা চুড়ান্ত সিদ্ধান্তটি আহবায়ক কমিটিকে জানিয়ে দেওয়া হয়।
সে সিদ্ধান্ত মোতাবেক আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক এমএ রউফ সকল সদস্যের উপস্থিতিতে সাধারন সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ফারুক হোসেন ফিরোজের নাম ঘোষনা করেন। সভায় উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে সভাপতি সোলায়মান হোসেন হরেক ও সাধারন সম্পাদক হিসেবে ফারুক হোসেন ফিরোজকে সাদরে গ্রহন করে নেন।
এ-সময় সরিষাবাড়ী প্রেসক্লাবের জাকারিয়া জাহাঙ্গীর, জহুরুল ইসলাম ঠান্ডু, মমিনুল ইসলাম কিসমত, শহিদুল ইসলাম নিরব, এম এ মান্নান, ফারুক হোসেন, বাদশা ভূইয়া, মোস্তাক আহমেদ মনির, মশিউর রহমান, মিজানুর রহমান, স্বপন মাহমুদ, লিমন মিয়া ও কামরুল ইসলাম-সহ সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।