জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরোমে এই সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সভা শুরু করা হয়। সভায় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বদরুল হাসান সভায় স্বাগত বক্তব্য রাখেন।
এ-সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, পৌর মেয়র মনির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাসপাতাল ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরে এর সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।