জনবল কাঠামো ও নিয়োগ-বিধি বাস্তবায়নসহ পাঁচ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সারা-দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। সেই কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
গত সোমবার থেকে বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধবেলা এই কর্মবিরতি থাকবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, জনবল কাঠামো ও নিয়োগ-বিধিসহ পাঁচ দফা দাবী বাস্তবায়ন করা লক্ষ্যে সারা-দেশব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ এই কর্মবিরতি পালন করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতিসহ দুর্যোগ ব্যবস্থাপনা আইন বাস্তবায়ন করতে হবে।
এই দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে, আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ-ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভায় আহ্বান করে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানা যায়।
এ-বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে সারা-দেশের ন্যায় সরিষাবাড়ীতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।