জামালপুরের সরিষাবাড়ীতে প্রকাশ্যে মদ্যপান করায় দুই যুবকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার পোষ্ট অফিস মোড় এলাকায় রাত ১১টার দিকে প্রকাশ্যে এলকোহল যুক্ত (মদ্যপান) করছেন এমন সংবাদে ভিত্তি শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরীয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে অন্তর মিয়া (১৯) এবং ঢাকা কলাবাগান এলাকা থেকে আসা তার বন্ধু আরমান হোসেন (২০) কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, মদ্যপান করা অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।