জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানার ৪৮৬জন শ্রমিককে অবৈধ ভাবে ছাটাই করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি সার কারখানার এলাকার প্রধান সড়কের বিক্ষোভ মিছিল এবং প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে।
কারখানার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেওয়া ঠিকাদারের মাধ্যমে ‘দরপত্রে আহব্বান’ করে দুই বছরের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়। মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় ১ সেপ্টেম্বর থেকে তাঁদের ওপর কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ছাটাই এর প্রতিবাদে ও ফের কাজের সুযোগ দিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শ্রমিকসহ স্থানীয়রা।
এ-সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
বিক্ষোভে শ্রমিকরা দাবি করেন-কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ না দিয়ে ইচ্ছা মত লোক নিয়োগের কৌশল তৈরি করেছেন। ২দিনের মধ্যেই ছাটাই শ্রমিকদের নিয়োগ বহাল রাখতে হবে। না’হলে শ্রমিকরা কঠোর বিক্ষোভ ও কর্মসূচিতে অবস্থান করা হবে।
এ-ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, চুক্তিভিত্তিক শ্রমিকদের মেয়াদকাল গত ৩১ আগস্টে শেষ হয়ছে। নতুন করে ঠিকাদার নিযুক্ত করতে দরপত্র আহ্বান করা হয়েছিলো, কিন্তু কর্মরত ঠিকাদারের মামলার কারণে আদালতের নিষেধাজ্ঞা থাকায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ আছে।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মসূচি পালন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।