জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষক সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরি সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ ওয়াজেদ আলী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুইয়া, জামালপুর জেলা শাখার সভাপতি এসএম আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক শেখ মুহাম্মদ আনিসুজ্জামান।
সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষক সমিতি কোন ভুঁইফোড় সংগঠন নয়। ইচ্ছে করলেই যে কেউ এসে এর নেতৃত্ব দখল করতে পারবে না। ফেইস বুকে স্ট্যাটাস দিলেই কেউ সভাপতি-সম্পাদক হয়ে যায় না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কন্ঠভোট অনুষ্ঠিত হয়।