জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ লাইন বিচ্ছিন্ন ও পিডিবির ব্যবহৃত দখলকৃত জমি উদ্ধার এবং ঘুষ প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে এক নারী গ্রাহক থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ করেন পিডিপির নির্বাহী প্রকৌশলীর আবু বকর তালুকদার।
অবৈধ লাইন ব্যবহার করায় পিডিবি নির্বাহী কর্মকর্তা ঐ নারীর বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছেন।
পিডিপি সূত্রে জানা যায়, পিডিবির অফিস সংলগ্ন প্রবাসী আব্দুল খালেকের বাসায় অবৈধ লাইন বিচ্ছিন্ন করে, গত ২১আগস্ট ২০২২ইং তারিখে বিদ্যুৎ আদালতে মামলা রজ্জু করা হয়। যার মামলা নং- ১০৬/ ২২.। সেই মামলার নিশ্চিত শাস্তি জেনে ও তার কাছ থেকে পিডিপির জমি দখল মুক্ত করায় ক্ষুব্ধ হয়ে পিডিপির কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন।
পিডিপি সূত্রে আরো জানা যায়, গত বুধবার ২৪ আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে পিডিবি অফিস সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে প্রবাসী খালেক এর বাসায় আলো জ্বলতে দেখে পিডিবির লোকজন পিডিবির জায়গায় দাঁড়িয়ে জানালা দিয়ে একজন নারীকে প্রশ্ন করে যে, বিচ্ছিন্ন লাইন থেকে কেমনে বাতি জ্বালাচ্ছেন! সেই কথোপকথনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাওয়া সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।জন-সাধারণ মনে করছেন পিডিবি প্রকৌশলীকে ফাঁসানোর জন্য ঐ নারী গ্রাহক একটি মিথ্যা নাটক সাজিয়েছেন।
এ-ঘটনায় পিডিবি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার ‘মিশন ৯০ নিউজকে’ বলেন, আমি ঐ প্রবাসী আব্দুল খালেকের কাছ থেকে পিডিপির জমি উদ্ধার করেছি, তার বাসার অবৈধ লাইন কেটে দিয়েছি, সে আমাকে জমি উদ্ধার না করার জন্যে বারবার ঘুষ দিতে চেয়েছেন। তার ঘুষ আমি প্রত্যাখ্যান করেছি বলে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেন। এখন তার বিরুদ্ধে অবৈধ লাইন ব্যবহারের ফলে আদালতে মামলা দেওয়া হয়েছে। আদালত সেই গ্রাহকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে এবং অতি শীঘ্রই সেই নারী গ্রেফতার হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে নারী গ্রাহক মাহফুজা বেগম অভিযোগপত্রে বলেন, পিডিপির লোকজন অবৈধভাবে আমার বাসায় ঢুকে, বাসার মালপত্র তছনছ করছেন।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির বলেন, একজন নারী অভিযোগ করেছে, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।