সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত নবাগত (ওসি) মহব্বত কবীর বলেছেন- মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে কোনো প্রকার ছাঁড় দেওয়া হবে না।
রবিবার (২৮আগষ্ট) দুপুরে সরিষাবাড়ী থানার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহ ও গুজব হচ্ছে সমাজের জন্য ভয়ানক একটি ব্যাধি। এসবে যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুন্দর জীবন অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি।
বাংলাদেশ পুলিশ সব সময়ই মাদকের বিরুদ্ধে মাদকের প্রতিকার সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছে আমরা তাদের গ্রেফতার করছি। আমরা সার্বক্ষণিক সচেষ্ট আছি। কোন অভিযোগ পেলে তাৎক্ষনিক সেই ঘটনাস্থলে পৌছে সেই ঘটনার বিস্তারিত জেনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি ।
তিনি আরো জানান, সরিষাবাড়ী থানায় যোগদানের পর এক মাসের মাথায় ২০ টির বেশি মাদক মামলার প্রায় ৫০ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি। উদ্ধার করছেন বিপুল পরিমাণ ইয়াবা ও গাজা এবং হিরোইন। এছাড়াও সরিষাবাড়ী থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ আদালত থেকে যে সমস্ত আসামী গ্রেফতারের পরোয়ানা জারী করেছি সেই আসামী গুলাও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যোগদানের ১মাসে যারা থানায় আসে, যারা ভুক্তভোগী, তারা কি ধরনের প্রতিকার পেয়েছে, আমি মানুষকে কি সেবা দিতে পেরেছি আমি তার বিচারের ভার তাদের হাতেই তুলে দিলাম।
পুলিশ প্রশাসন জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে। তাই আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে থানায় আসুন। আমি সরিষাবাড়ী থানাকে মডেল থানায় পরিণত করতে চাই। এ উদ্দেশ্য নিয়ে আমি সকল শ্রেণীর মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্ধ এবং প্রতিটি জনগনের সহযোগিতা চাই।