জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিঁধ কেটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২২ আগস্ট) সকালে জামালপুর র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) রাত ১টার দিকে রাজধানীর ডেমরা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫)।
জানা গেছে, আটককৃত কনক ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হলে স্কুলে যাওয়ার সময় তাকে উত্ত্যক্ত করতেন তিনি। পরে গত ১২ আগস্ট রাত ৩টার দিকে কনক সিঁধ কেটে ভুক্তভোগী ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এদিকে এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা জানান, এ ঘটনার পর থেকে আটককৃত ব্যক্তি পলাতক ছিলেন। তবে কনকের পরিবার প্রভাবশালী হওয়ার মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া দেওয়া। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে কনক। তাকে রাতে সরিষাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।