জামালপুরের সরিষাবাড়ীতে ৬দিন ব্যাপী ক্ষুদে ডাক্তার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (২০আগস্ট) সকালে উপজেলার সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ-সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ কার্যক্রম আগামী ২৬ আগস্ট ২০২২ ইং পর্যন্ত চলবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সুত্র জানায়।
এ-ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বদরুল হাসান বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নিবে। তাদেরকে এ কার্যক্রমের মাধ্যমে শরীরের রক্তচাপ, তাপমাত্রা, ওজন, উচ্চতার পরিমাপ করাসহ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে।