জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীর সমগ্র উপজেলার ন্যায় পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য খলিলুর রহমান, ওয়ার্ড সভাপতি লেবু মন্ডল, সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হক বকুল, পোগলদিঘা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি কবির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন শেখ, লিলন তরফদার, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমান, মিঠু তরফদার এবং ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ-সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শতশত নারী-পুরুষের মাঝে কাঙ্গালি ভোজের রান্না করা খাবার বিতরণ করা হয়।
‘‘উল্লেখ্য ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারী করানোর উদ্দেশে সিঙ্গাপুর নেওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার’’।