সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি বলেছেন- বঙ্গবন্ধুর জন্ম না হলে লাল-সবুজ পতাকার জন্ম হতো না। জন্ম হতো না- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। বঙ্গবন্ধুর জন্যই আমরা এই দেশকে পেয়েছি।
সোমবার (১৫আগস্ট) সকালে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার পরিষদ অডিটোরিয়াম হলরোমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে একজন ছিলেন। তিনি জন্মগ্রহণ না করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র থাকতো না। সেই রাষ্ট্রের মহা-নায়ক এবং তার সপরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো ১৯৭৫ সালে ১৫ আগস্ট ভোর রাতে। পৃথিবীর ইতিহাসে তারা অমর হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবীর সহকারী কমিশনার (ভূমি) ফায়যুর ওয়াসিমা নাহাত, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন সহ আ.লীগের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দরা।
পরবর্তীতে আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।