জামালপুরে সরিষাবাড়ীতে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১০আগষ্ট) সকালে মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামের কিশোরদের মধ্যে শিক্ষামূলক বই বিতরণ করা হয়।
মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক সমাজসেবক আবু তাহের এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ-সময় মহাদান ইউনিয়ন ফোরামের স্বে”ছাসেবক শফিক ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, রাশেদুল ইসলাম বিদ্যুৎ, শফিকুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহাদান ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের বলেন, বই পড়লে মানুষ আলোকিত হয়, মেধার বিকাশ ঘটে ও সমাজের দক্ষ জনবল সৃষ্টি হয়। তাই যুবসমাজকে মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ কর্মসূচি অব্যাহত থাকবে।