জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মোহাব্বত কবির প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।