আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডোয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব চাল বিতরণ করা হয়
ডোয়াইল পরিষদ সূত্রে জানা যায়, ডোয়াইলের ৯ টি ওয়ার্ডের মধ্যে ৫’হাজার ৫’শত অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রথম দিনে ১, ২, ও ৩নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এসব বিতরণকালে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরন চলছে। প্রথম দিন ১,২, ৩নং ওর্য়াড় দেওয়া হচ্ছে। পর্যাক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে।
এ-সয়ম ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুল, আব্দুল মালেক, মিল্টন মিয়া, কবির হোসেন, ডলি আক্তার, নুরুন্নাহার আক্তার, হাফিজা আক্তার, রেজাউল হকসহ সকল সদস্য ও আ.লীগের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।