জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সার-বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরে কৃষি অফিসের মাধ্যমে এসব সার-বীজ ও পাওয়ার টিলার বিতরণ করা হয়।
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১’হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
অপর দিকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম প্রজেক্ট ফেজ- (এন এ টি পি-২) প্রকল্পের আওতায় ৮জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার) বিতরণ করা হয়।
এ-সয়ম বিতরণে উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) ফাইযুর ওয়াসিমা নাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল-মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, উপজেলা প্রকৌশলী জাহিদুল রহমান প্রমুখ।