জামালপুরে সরিষাবাড়ীতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় ছাত্রদল সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল করা হয়। পরে ইউনিয়ন শাখার স্থানীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পিংনা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পিংনা বাজার মোড়ে এসে পথসভায় মিলিত হন।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্ম-সম্পাদক রেজাউল হক সজনু, ইউপি সদস্য নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুমন, কবীর, সোহেল, কাওসার ও শিহাব’সহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা।
পথসভায় বক্তারা- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদল সন্ত্রাসীদের এমন কূটুক্তির প্রতিবাদে তীব্র নিন্দা ও ছাত্রদলের ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।