সরিষাবাড়ী ‘জোড়া-ব্রিজ যেনো মরণ ফাঁদের কূপ’ মিশন ৯০ অনলাইন পোর্টাল এমন সংবাদ প্রকাশের পর, ব্রিজটি পরিদর্শনে করলেন পৌরসভার মেয়র মনির উদ্দিন।
শনিবার (২৮ মে) সকালে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভা ঘেঁষা ও পোগলদিঘা ইউনিয়নের সাইনঞ্চারপাড় এলাকা দিয়ে প্রবাহিত খালের উপড় নির্মিত এই জোড়া ব্রিজটি। ব্রিজটি আনুমানিক প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: সরিষাবাড়ী জোড়া-ব্রিজ যেনো মরণ ফাঁদের কূপ
জানা যায়, ব্রিজটি স্থাপনের ফলে প্রধান তিনটি রাস্তা সংযোগ হয়েছে। ব্রিজের একপাশ দিয়ে দিগপাইত-সরিষাবাড়ী বাসন্ট্যান্ড-তারাকান্দি-ভুয়াপুর যাওয়ার প্রধান সড়ক। অন্যপাশ দিয়ে ডোয়াইল-কেন্দুয়া-ধনবাড়ী যাওয়ার সহজ মাধ্যম। তবে বিভিন্ন যানবাহন ক্রসিং এর ধাক্কায় জোড়া ব্রিজের রেলিং গুলো ধীরে ধীরে ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করছেন শত শত মালবাহী-যাত্রীবাহী ও জরুরি সেবামুলক যানবাহন। শুধু তাই নয় এই ব্রিজের উপর দিয়ে দেশে সর্ববৃহৎ যমুনা সার কারখানার কমান্ডিং এরিয়ার সার, ট্রাক যোগে সরবরাহ করার একমাত্র রাস্তা। তবে সড়ক ও জনপথের মাধ্যমে গড়ে উঠা এই ব্রিজ ও রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে ব্রিজটি পরিদর্শন করেন পৌর মেয়র।
এ বিষয়ে পৌরসভার মেয়র মনির উদ্দিন বলেন, জোড়া-ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে আগামী ৭দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জামালপুর নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ) কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ব্রিজটির বিষয়ে মেয়র মহোদয় জানিয়েছে। লোক পাঠিয়ে পর্যবেক্ষন করে খুব দ্রুত সংস্কারে ব্যবস্থা করা হবে।