জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মুখর পরিবেশে স্বাধীনতা র্যাফেল ড্র-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ মে) রাত ১০টায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবালিয়া উত্তরণ স্পোর্টিং সংঘঠনের আয়োজনে এই র্যাফেল ড্র করা হয়।
র্যাফেল ড্র এর কমিটি সুত্রে জানা যায়, পবিত্র ঈদুল-ফিতল উপলক্ষে স্বাধীনতা র্যাফেল ড্র এর মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়ার জন্য লটারি ছাড়েন সংঘঠন কমিটি। প্রতিটি লটারির মুল্য ছিলো ২০ টাকা। লটারিতে সর্বমোট ৪১টি পুরস্কার ছিলো। যার মধ্যে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিলো একটি মটরসাইকেল (১০০সিসি) ও একটি (১২সেফটি) ফ্রিজ।
সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে ধনবাড়ী উপজেলার বীততারা গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে, ভ্যানগাড়ি চালক সুলতান মিয়া (লটারি নং- ৮৮১৫) প্রথম পুরস্কার মটরসাইকেল জিতে নেন। এদিকে দ্বিতীয় পুরস্কার হিসেবে (লটারি নং- ১৬৫৯৬) ফ্রিজ জিতে নেন একই উপজেলার বীততারা ইউনিয়নের বাইজিদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চা দোকানদার হেলাল উদ্দিন। পরে সংঘঠনের সকল সদস্যরা ভাগ্যবান সেই ব্যক্তিদের হাতে পুরস্কার তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কে এম রফিকুল ইসলাম, পৌর ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ডা: মুনছুর, ডোয়াইল ইউপি সদস্য আব্দুল মালেক, উপজেলা তাতীলীগের সদস্য রানা মিয়া, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রাসেল মাহমুদ বাচ্চু ও শহিদুল ইসলামসহ সংঘঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে সকলের উদ্দেশ্যে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কে এম রফিকুল ইসলাম বলেন- গত ২টি বছর দেশে করোনা ভাইরাসের কারণে তেমন কোন অনুষ্ঠান হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাহিদা মত করোনা ভ্যাকসিন পেয়ে সেটা গ্রহণ করতে পেরেছি। এখন বাংলাদেশ করোনা সংক্রমণ থেকে অনেক সর্তক রয়েছে। আশা করি এবং সকলের কাছে দোয়া চাই প্রতিবছর যেন এই চরবালিয়া উত্তরণ স্পোর্টিং সংঘঠনের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি।