মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গত রোববার (২২ মে) রাতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশনায় তার প্রতিনিধি ও সরিষাবাড়ী পৌর কাউন্সিলর সাখোয়াত আলম মুকুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
পরে শিমলা বাসন্ট্যান্ড থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মুখর বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সুরুজ্জামান, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।