জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (১৮ মে) সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হলরোমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, সমাজসেবা কর্মকর্তা মো: আরিফুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।এসময় রচনা, বক্তৃতা, কেরাত, গান-নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।