জামালপুরের ‘সরিষাবাড়ী প্রেসক্লাবে’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সরিষাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তন হলরোমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দরা।