জামালপুরের সরিষাবাড়ীতে প্রবল ঝড়ে রাস্তায় গাছ উপরে পড়ে প্রায় চার ঘণ্টা যান চলাচলসহ সাধারণ মানুষের পাটে হাটার পথটিও বন্ধ ছিল।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের (চেরাগ আলী মোড় সংলগ্ন) সেংগুয়া-বাউসী সড়কে গাছ উপড়ে পড়ে এ ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৩টায় সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা এসে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক করে দেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার মহাদানের সেংগুয়া চেরাগ আলী মোড় সংলগ্ন এলাকায় হটাৎ ঝড়সহ বৃষ্টি আসে। এমন সময় প্রবল ঝড়ো বাতাসে বড় আকৃতির একটি শিশু গাছ উপড়ে পড়ে রাস্তার মাঝ বরাবর। পরে ঝড় বৃষ্টি কমলেও রাস্তায় যানচলা বন্ধ হয়ে পড়ে। এতে ভিন্ন কাঁচা রাস্তা দিয়ে ঝুকি নিয়ে যান চলাচল করতে হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হয়েছে যানবাহনের যাত্রীসহ সাধারণ মানুষ।
এবিষয়ে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, জুম্মা নামাজের আগে ঝড়-বৃষ্টিতে গাছটি উপড়ে পড়ে। এতে ৩-৪ ঘন্টার মত রাস্তায় যান চলাচল বন্ধ ছিলো। ফায়ার সার্ভিসের লোকেরা এসে গাছ সরিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছেন। এখন গাছটি পরিষদের হস্তক্ষেপে রয়েছে।
এব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস লিডার আবু সাইদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা গাছটিকে মেশিনের মাধ্যমে করাত দিয়ে কাটা হয়। পরে প্রায় দেড় ঘন্টা’ চেষ্টার পর গাছ সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়।