জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন শাখা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে (মরহুম আব্দুল জলিল সাহেবের) বাড়িতে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মামুন-আর-রশিদ ফকিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও আহব্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আওয়াল, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আহব্বায়ক সদস্য খলিলুর রহমান, সদস্য চানু মন্ডল, জেলা ছাত্রদলের সদস্য সাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ।
পরে পোগলদিঘা ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মামুন-আর-রশিদ ফকির ও সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু।