জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে আসা নতুন পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৮) ও রিয়া মনি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় যমুনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া ও একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে রিয়া মনি।
পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, সুমাইয়া ও রিয়া মনি দুইজনে সোমবার দুপুর ১টার দিকে বাড়ীর পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীতে গোসল করতে নামেন। গোসল করতে করতে হটাৎ নদীর পানিতে হারিয়ে যায়। পরে বিকাল তিনটার দিকে স্থানীয়রা শিশু দুটির মৃতদেহ নদীতে ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে।
জানা যায়, নিহত দুই শিশু পিংনা দক্ষিণপাড়া মুন্সি মোহাম্মদ আলী এবতেদায়ী মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী। তাদের বাবা-মা দুজনেই ঢাকায় চাকুরি করেন। নিহত শিশুরা দাদা-দাদীর কাছে থেকেই পড়াশুনা করতেন। পরে খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় ঐ এলাকায় দুঃখের ছাঁয়া বিরাজ করছেন।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়।