জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ বাবা-মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া ঘটনায় ৩দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ২৮জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরো ২০/৩০জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এঘটনায় সম্পৃক্ত সন্দেহ’জনক ৪জনকে ঘটনার ঐদিনই আটক করেছেন পুলিশ। মামলায় উল্লেখ্য আসামীরা হলো- আজাহার আলী (৪৫), মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫), মতিউর রহমান বাবু (৩০), আব্দুর রশিদ, রুবেল মিয়া, মোর্শেদা বেগম, কাজলী বেগম, আয়নাল মন্ডল, খোরশেদ মন্ডল, সুরুজামান, ইদ্রিস আলী, আমিনুর ইসলাম, হুমায়ুন কবীরসহ মোট ২৮জন।
জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের সৈয়দপুর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের পুত্র সৌদি আরব প্রবাসী আব্দুল আজিজ(৩৫)। তার সাথে আপন বড় ভাই আজাহার আলী ও তার জামাতা মুহাম্মদ আলীর সাথে রাস্তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার(২৯মার্চ) রাত ৮টার দিকে এই বিরোধের জের ধরে প্রবাসী আব্দুল আজিজের পরিবারের উপর হামলা চালান আজাহার আলী ও তার জামাতা মহম্মদ আলীসহ তার সন্ত্রাসী দলবল।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে ৩৭ ঘন্টা পর নদীতে ভাসলো বাবা-মেয়ের মৃতদেহ: আটক-৪
এসময় তাদের হাত থেকে বাচাঁনোর জন্য মেয়েকে নিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হন তিনি। পরে অন্ধকারে নিখোঁজ হয়ে যান প্রবাসী আব্দুল আজিজ ও এক মাত্র শিশু কন্যা জান্নাত (৪)। নিখোঁজের ৩৭ ঘন্টা পর ভাটারা কৃষ্টপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে এ খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন। পরে ময়নাতদন্ত শেষ করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার (তদন্ত) অফিসার আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় নিহতে স্ত্রী রোকেয়া বেগম ২৮ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। প্রয়োজনী কার্যক্রম পরিচালনা করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।