সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি বসতবাড়ি উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের রেলীব্রিজ সংলগ্ন বড়বাড়ীয়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার বাউসী বাঙ্গালী মৌজার বড়বাড়ীয়া এলাকার সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে স্থানীয়রা অবৈধভাবে ৮টি স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বানিজ্য ও বসবাস করে আসছিল। এ সরকারি জমিতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। এ কারনে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় উপজেলার ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর আব্দুল হক তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আদালতের নির্দেশে ১টি বসতবাড়ি ও ৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker